আলজারি জোসেফের ওভারের শুরুতে একটা সুযোগ দিয়েছিলেন তামিম ইকবাল। সেটা কাজে লাগাতে পারেননি আকিল হোসেইন। পরের সুযোগ ছিল আরও সহজ, সেটা কাজে লাগাতে কোনো ভুল করেন তিনি।
জোসেফের শর্ট বল লেগে ঘুরিয়েছিলেন তামিম। ঠিক মতো খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ধরা পড়েন মিডউইকেটে। ভাঙে ১২১ বল স্থায়ী ৯৩ রানের জুটি।
৮০ বলে তিন চার ও এক ছক্কায় তামিম করেন ৬৪, যা তার ক্যারিয়ারের ৪৯তম ফিফটি। ৩২.৩ ওভারে বাংলাদেশের স্কোর ১৫৫/৩। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।
ব্রেকিংনিউজ/এএফকে