বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩০ নভেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, সকালে তার করোনা পরীক্ষা করা হয়। পরে ফলাফল পজিটিভ আসে। এখন তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে ভেন্টিলেশনে আছে বিএনপি ভাইস-চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ। তিনি অ্যাপোলো হাসপাতালের সিসিইউ-তে আছেন।
বিএনপি নেতাদের সুস্থতার জন্য তাদের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ব্রেকিংনিউজ/নিহে