ভারতে একদিনে করোনা সনাক্তের সংখ্যা লক্ষ্যাধিক অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে রোগী সনাক্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার। গত এক বছরে এটিই ভারতে সর্বোচ্চ সংক্রমণ। এছাড়াও গত ২৪ ঘন্টায় মারা গেছে ৬৩০ জন। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। সূত্র আনন্দবাজার।
খবরে বলা হয়, বুধবার (৭ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গত ২৪ ঘন্টায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন। এর আগে গত রবিবার সেখানে আক্রান্তের সংখ্যা প্রথম এক লাখের গণ্ডি পেরিয়েছিল। একই অবস্থা এখনও অব্যাহত রয়েছে। তবে দৈনিক সনাক্তের সংখ্যার দিক দিয়ে এটিই সর্বোচ্চ।
দেশের করোনার সংক্রমণের রাজ্যভিত্তিক বিবেচনা করলে মহারাষ্ট্র সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। বুধবার শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৪৬৯ জন। অর্থাৎ মোট সনাক্তের অর্ধেকই মহারাষ্ট্রের। দৈনিক মৃত্যুর হারেও মহারাষ্ট্র এগিয়ে। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ২৯৭ জন। এছাড়াও কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ,পাঞ্জাব, তামিলনাড়ুর করোনা পরিস্থিতিও দিন দিন অবনতি হচ্ছে।
করোনা ওলার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুয়ায়ী, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থা তৃতীয়। সেখানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৮ লাখ ১ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ২০৮ জন।
এদিকে দেশটির করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কেন্দ্রীয় সরকার। আগামী চার সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণের ভয়বহতা আরও কয়েগুণ বেড়ে যাবে শঙ্কা প্রকাশ করে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ব্রেকিংনিউজ/পিসি