ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে পশ্চিমবঙ্গের পাঁচটি রেল স্টেশনে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিন, এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। খবর ওয়ান ইন্ডিয়া।
আগামীকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ। স্টেশন এলাকাগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তল্লাশির পাশাপাশি খালি করে ফেলা হয়েছে স্টেশন।
গোয়েন্দা সূত্রে জানানো হয়, ২৬ জানুয়ারির আগেই বড় ধরণের সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদ্দিন। আর এই হামলার লক্ষ্য পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার মালদহ ডিভিশনের ৫টি স্টেশন। তালিকায় রয়েছে প্রদেশটির নিউ ফারাক্কা, জঙ্গিপুর, মালদহ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ এলাকার স্টেশন।
তবে পুরো ব্যাপারটি প্রশাসনের নজরে রয়েছে এবং নাশকতা রোধ করতে তৎপর রয়েছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
ব্রেকিংনিউজ/নিহে