সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে জমিদারদের প্রতাপ। বিট্রিশ শাসনের শেষের দিকে বিলুপ্ত হয়ে গেছে জমিদারী প্রথা। শুধু ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে রয়ে গেছে তাদের স্মৃতিবিজড়িত স্থাপনা ও কীর্তি। প্রথা বিলুপ্ত হলেও যুগের পর যুগ ঠায় দাঁড়িয়ে আছে প্রাচীন সভ্যতার এই অনন্য নিদর্শন কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতটি জমিদার বাড়ি।
সৃষ্টি আর ধ্বংসে এগিয়ে চলছে পৃথিবী। কেউ সৃষ্টিতে আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত। আবার কারোর দায়িত্ব হীনতায় কালের গহব্বরে সমাহিত হচ্ছে ঐতিহাসিক অতীত। বর্তমান যেমন গুরুত্ববহ সোনালী অতীতও তেমনি অনুপ্রেরণা যোগায়। আমরা বাঙালী, আমাদের রয়েছে ঐতিহাসিক অতীত। বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জমিদারিত্বের স্মৃতি চিহ্ন। এসব স্মৃতি বিজড়িত স্থানসমূহ আমাদের মনে করিয়ে দেয় কুমিল্লার মুরাদগর উপজেলার ঐতিহাসিক জমিদার বাড়িগুলোর স্বর্ণালী দিনগুলোর কথা। এই জমিদার বাড়িগুলো কুমিল্লা জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তরে মুরাদনগর অবস্থিত।
১. গোমতি বিধৌত জাহাপুর জমিদার বাড়ি (জাহাপুর ইউনিয়ন), ৪শ’ বছর আগে এ জমিদার বাড়িটি নির্মাণ করেন স্বর্গীয় কমলাকান্ত রায়। কমলাকান্ত রায়ের জন্ম ১২১৯ বাংলা এবং মৃত্যু ১২৭৯। তাদের ব্যাপারে ভূইয়া কেঁদার রায় বলেছিলেন, মেঘনার পূর্ব পাড়ে বড় কোন জমিদার বাড়ি নেই। আছে শুধু শাকের মধ্যে লবণতুল্য জাহাপুরের জমিদা বাড়ি।
জমিদার বাড়ির প্রবেশ পথে রয়েছে মুখোমুখি দুটি সিংহ। এখানে রয়েছে অনেক বড়ো একটা জগন্নাথ মন্দির, বিভিন্ন সময় পূজা পালন করা হয়, এছাড়াও বাড়ির চারদিকে জমিদারদের ব্যাবহারিক অনেক জিনিস পত্র ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে ।
২. বাঙ্গরা রুপবাবু জমিদার বাড়ি (বাঙ্গরা পূর্ব ইউনিয়ন), প্রায় ২৫০ বছর আগে ৯ টি গ্রামজুড়ে ছিলো রুপবাবুদের জমিদারী। জমিদার রুপবাবু তার বাবা উমালোচন মজুমদারের মত প্রজাবৎসল জমিদার ছিলেন। রুপবাবুর বাবা জমিদার উমালোচন মজুমদার ১৮৮৫ সালে বাংগরায় একটি বিদ্যালয় স্থাপন করেন। ১৯০০ সালে রুপবাবুর মা শান্তমনি দেবীর নামে অসাধারণ নকশায় একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন সেখানে প্রজারা চিকিৎসা নিতেন। এখন এই দাতব্য চিকিৎসালয়টি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে নকশায় ঝং ধরেছে, ক্ষয়ে পড়ছে দেয়ালের পলেস্তারা।
এছাড়াও বাঙ্গরা বাজার, জেলা প্রশাসকের ডাক বাংলো রুপ বাবুদের দেওয়া। বাংগরা বাজারে অগ্রণী ব্যাংক শাখাও রুপ বাবুদের নামে। জমিদার রুপবাবুর এক ছেলে। মানিক বাবু। মানিক বাবুর তিন ছেলে। দেবী প্রসাদ মজমুদার, শিবু প্রসাদ মজুমদার ও শ্যামা প্রসাদ মজুমদার। তাদের মধ্যে শ্যামা প্রসাদ ও দেবী প্রসাদ মজুমদার ঢাকায় থাকেন। কুমিল্লায় পানপট্টির বাংগরা হাউজে থাকেন শিবু প্রসাদ মজুমদার তিনি বিভিন্ন সময়ে তারা বাপ-দাদার ভিটে যান।
৩. মেটংঘর দারিকসাহা জমিদার বাড়ি (আকবপুর ইউনিয়ন), ”জমিদারদের উত্তররসূরী দয়ালসাহ (৮১) ঢাকায় বসবাস করছেন। তিনি বলেন, আমার বাবা দারিকসাহা বৃটিশ শাসনামলে জমিদারী লাভ করেন। আইয়ুব খানের আমলে জমিদারী প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত আমাদের জমিদারী বিদ্যমান ছিল। ‘আমি চাকুরি থেকে অবসর নেয়ার পর গ্রামের জায়গা-জমি বিক্রি করে স্থায়ীভাবে ঢাকায় চলে আসি। বর্তমানে জমিদার বাড়ির সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি হচ্ছেন শ্রীমতি চম্পক লতা রায় ( ৯৫)। ’ তিনি বলেন, “আমার দাদা শ্বশুর দারিকসাহা ছিলেন বড় জমিদার। সবাই তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতেন।
৪. রহিমপুর মনমোহন পোদ্দার জমিদার বাড়ি (নবীপুর পশ্চিম ইউনিয়ন), পুরানো স্থাপনা আর ইটের কারু কাজ দেখলেই বোঝা যায় বহু বছর আগে কোন জমিদারী প্রথা ছিল বাড়িটিতে। প্রবেশ করে দেখা হয় বাড়ির বর্তমান কর্তা পিংকো পোদ্দারের সাথে।
তিনি জানান, তাদের এই বাড়িগুলোর বয়স ১১৫-১২০বছর । বৃটিশ শাসনের পর নাকি জমিদারী প্রথা বন্ধ হয়ে গেছে। সেই থেকে ঘর গুলো পরিত্যাক্ত অবস্থায় আছে। আমার দাদামহ এই বংশের জমিদার ছিলেন। শুনেছি বাঙ্গরা রুপবাবু কামল্লার জমিদাররাও আমার দাদামহ মনমোহন পোদ্দারের কাছে আসা যাওয়া করতেন। তার বেশ প্রতিপত্তি ছিল।
৫. থোল্লার মীর আশ্রাফ আলী জমিদার বাড়ী (নবীপুর পূর্ব ইউনিয়ন) কুমিল্লা থোল্লার জমিদার মীর আশরাফ আলী খানের বাসভবন ছিল বর্তমানে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল-ফজলুল হক মুসলিম হল-ড. মুহম্মদ শহীদুল্লাহ হল-এশিয়াটিক সোসাইটি। সেখানকার সমগ্র এলাকা নিয়ে ছিল কুমিল্লার মুরাদনগরের থোল্লার প্রভাবশালী জমিদার মীর আশরাফ আলী খানের (১৭৫৫-১৮২৯) ঢাকার বাসভবন।
বৈবাহিক সূত্রে প্রাপ্ত তাঁর এই জমিদারি ছিল ত্রিপুরার বরদাখাত (মুরাদনগর-নবীনগর-বাঞ্ছারামপুর) পরগণায়। প্রজাহিতৈষী জমিদার মীর আশরাফ আলী খান ছিলেন ব্রিটিশের অনুগত ভক্ত। জমিদারির সদরদপ্তর থোল্লার পোশাকী নাম এখন বাখরনগর (আগা বাকেরের নামের অপভ্রংশ থেকে)।
সম্রাট শাহ আলমের প্রধানমন্ত্রীর পুত্র নবাব সৈয়দ করিম কুলি খানের বংশধর ছিলেন তিনি। তার আগে বাকের এ জমিদারি পেয়েছিলেন ঈসা খাঁর বংশধর কিশোরগঞ্জের হায়বত খানের মেয়ের সাথে বিয়ে হওয়ার সুবাদে। শের শাহের আমলে (১৫৩৯-৪৫) পরগণার নাম দেওয়া হয়ে ছিল বলদাখাল। ১৯১০ সালের গেজেটে নাম হয় বরদাখাত।
আগা বাকেরের পুত্র আগা সাদেকের আমলে এই জমিদারির বিস্তৃতি ছিল বরদাখাত, গঙ্গামন্ডল, লৌহগড় ও পাটিকারা প্রভৃতি পরগণায়। আগা সাদেকের মৃত্যুর পর (১৭৩২) তিনপুত্র মির্জা মোহাম্মদ ইব্রাহিম (মির্জা ভেলা), মির্জা আবুল হোসেন (আগা নবী) ও মির্জা মোহাম্মদ জাফর এই জমিদারি লাভ করেন। মির্জা মোহাম্মদ ইব্রাহিম (মির্জা ভেলা) লাভ করেন বরদাখাত পরগণা।
মির্জা মোহাম্মদ ইব্রাহিমের ছিল তিন মেয়ে। তারা হলেন ১.আজিওন্নেছা খানম (স্বামী মীর আশরাফ আলী খান), ২. রওশন আরা খানম (স্বামী বিহারের পাটনার নবাবপুত্র মির্জা মোহাম্মদ বাকের), ৩. তৃতীয় কন্যা (নাম জানা যায়নি (স্বামী নারায়ণপুরের জমিদার দৌহিত্র কবি মির্জা হোসেন আলী)। মির্জা মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুর পর (১৭৬৩) এই তিন মেয়ে জমিদারি লাভ করেন।
জমিদার মীর আশরাফ আলী খানের উত্তর পুুরুষ (প্রপৗত্র) নবাব সৈয়দ মোহাম্মদ আজাদ খান বাহাদুর (১৮৫০-১৯১৬) ছিলেন একজন উর্দু সাহিত্যিক ও সরকারি চাকরিজীবী। তিনি ছিলেন বঙ্গের রেজিস্ট্রেশন বিভাগের ইনস্পেক্টর জেনারেল। তিনি ফরিদপুরের নবাব খান বাহাদুর আব্দুল লতিফের (১৮২৮-৯৩) জামাতা।
৬. কামাল্লা জমিদার বাড়ি, (কামাল্লা ইউনিয়ন) ৭. মধ্যে নগর দূর্গারাম লুথ জমিদার , (মুরাদনগর সদর ইউনিয়ন)। ৮. ছালিয়া কািন্দ জমিদার বাড়ি, (ছালিয়াকান্দি ইউনিয়ন)
এছাড়াও মুরাদনগর উপজেলায় আরও কিছু জমিদার ছিলেন বলে জানা যায়, যাদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা জানায়, মুরাদনগরের পরিত্যাক্ত জমিদার বাড়ি গুলি যদি শীঘ্রই সরকারিভাবে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে কালের পরিক্রমায় ডুবে যাবে এর স্মৃতি চিহ্ন। আমরা চাই জমিদার বাড়ি সমূহ সংরক্ষণ করে সাজিয়ে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা হউক। তাহলে জমিদারি প্রথা সম্পর্কে নূন্যম ধারণা পাবে বর্তমান ও ভবিষৎ প্রজন্ম।
কিভাবে যাবেন?
ঢাকার সায়েদাবাদ ও রাজধানী সুপার মার্কেটের সামনে থেকে কুমিল্লা অথবা কোম্পানীগঞ্জগামী সৌদিয়া, তিশা অথবা অন্য কোন লাক্রারিয়াস বাসে উঠবেন। ময়নামতি (ক্যান্টেনমেন্ট) পৌঁছবেন (কুমিল্লা শহরের আগে) মাত্র ২ ঘন্টায়। কোম্পানীগঞ্জের বাসে উঠলে আর বাস পরিবর্তন করতে হবেনা। কুমিল্লার বাসে উঠলে ময়নামতিতে নামুন। এখান থেকে অবার কোম্পানীগঞ্জের বাসে উঠে দেবিদ্বারের পান্নারপুলে নামুন। এখান থেকে বাখরাবাদ রোডে ১০ কিলোমিটার গেলেই জাহাপুরে পৌঁছতে পারবেন।
প্রতিদিন বহুদুর থেকে লোকজন এখানে আসছে, কিছুদিন আগে নায়ক-নায়িকাদের নিয়ে এসেছিলেন একজন পরিচালক। কয়েক দিন থেকে শুটিং করে নিয়ে গেছেন। কিছু দিনের মধ্যেই ছবিটি মুক্তি পাবে। তখন আপনার দেখা জমিদার বাড়ির কথা বিশেষভাবে মনে পড়বে। তাই আর ভাবাভাবি নয, এক্ষুণি চলে আসুন
ফেরার পথে
যদি নিজস্ব যানবাহনে আসেন তাহলে দিনে দিনেই ফিরতে পারবেন। সমস্যা হলে কোম্পানীগঞ্জ অথবা দেবিদ্ধারের কোন হোটেলে উঠুন। অথবা ১ ঘন্টা হাতে নিয়ে কুমিল্লা শহরের নূরজাহান, আশিক হোটেলসহ অন্য যে কোন হোটেলে উঠুন। বাসায় ফেরার সময় প্রিয় জনের জন্য ঐতিহ্যবাহী খদ্দরের পোশাক এবং রস মলাই নিয়ে যেতে ভুলবেন না কিন্তু!
ব্রেকিংনিউজ/এসপি