জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র (জাবিসাস) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৪ টায় জাবিসাসের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান নির্বাচন কমিশনার ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুসারে, আগামী ১৪ মার্চ রোজ রোববার অনলাইন মাধ্যমে কার্যকরী পরিষদ-২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিলে আরো বলা হয়, কার্যকরী পরিষদের মোট ৭টি পদের জন্য ৯জন প্রার্থী সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম চলবে ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের জন্য ১০ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
তফসিল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে সায়কা।
ব্রেকিংনিউজ/এমএইচ