সম্প্রিত যুক্তরাজ্য থেকে হিথ্রো বিমানবন্দরে সরাসরি সিলেটে আসা ২৮ যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। রবিবার তাদের করোনা পরিক্ষায় পজিটিভ রিপোর্টে আসে। আক্রান্ত সবাই গত ২১ জানুয়ারি দেশে এসেছিলেন।
সোমবার (২৫ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের সবাইকে হযরত শাহপরান ৩১ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
এরআগে গত ২১ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্ধর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ১৫৭ জন যাত্রী সিলেট আসেন। তাদেরকে সিলেট নগরীর ৭টি হোটেল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে থাকার ৪ দিনের মাথায় সরকারি নির্দেশনা অনুযাই ২৪ জানুয়ারি তাদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে করোনাক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেইটে, ৩ জন হোটেল লা রোজে এবং ১ জন হোটেল হলি সাইডে অবস্থান করছিলেন।
অপরদিকে ২৮ জন করোনা অক্রান্তের এই সংবাদ পাওয়ার দিনেও সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন আরও ১৪৩ যাত্রী। সোমবার দুপুরে তারা ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
এর মধ্যে ২৯ জন হোটেল ব্রিটেনিয়ায়, ৪৪ জন হোটেল অনুরাগে, ২০ জন হোটেল নূরজাহানে, ৩৬ জন হোটেল হলিগেটে, ৮ জন হোটেল হলি সাইডে ও ৬ জনকে হোটেল লা রোজে নেয়া হয়।
ব্রেকিংনিউজ/এসপি