খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আফজাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর বসুপাড়া আজাদ লন্ড্রির মোড়ে।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আফজাল হোসেন গত বৃহস্পতিবার (২১ মে) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ব্রেকিংনিউজ/এসপি