ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহীন মিয়া (২৫) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার দারিয়ারচর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন মিয়া উপজেলার সদর ইউনিয়নের দারিয়ারচর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২১ মার্চ মনিবার রাত শাহীন অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিংনিউজ/এসপি