সিলেট একইদিনে দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছয়টি ঘর, একটি দোকান ও অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৬ মার্চ) নগরীর দক্ষিণ সুরমা ও মদিনা মার্কেটে এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শুক্রবার সকাল সোয়া ৬টায় মদিনা মার্কেটে এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ছয়টি ঘর ও একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
এ তথ্য নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমাইয়ুন কানেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেট ও দক্ষিণ ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে দুপরে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি অটোরিকশা (সিএনজি) পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ওসমানীনগর উপজেলার দয়ামীর অটোরিকশা (সিএনজি) স্ট্যান্ডের নাম্বারবিহীন গাড়ি রশিদপুর আসা মাত্র আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ব্রেকিংনিউজ/নিহে